ফেনীতে বাঁধ সংস্কার শুরু, কমছে বন্যার পানি

নিজস্ব প্রতিনিধি:-
ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে শনিবার (২১ জুন) দুপুর থেকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মেরামতকাজ শুরু করায় বাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ হয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বণিকপাড়া এলাকায় মুহুরী নদীর প্রায় ২০ মিটার অংশ ভেঙে যায়। পাউবো সেখানে জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলে দ্রুত মেরামতকাজ শুরু করেছে। বৃষ্টি না হলে সন্ধ্যার মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত স্থানে ড্রেজিংয়ের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
পানির স্তর কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে থাকা মানুষজন ধীরে ধীরে নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে কাদায় জমে থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকে। এছাড়া প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার সড়ক ও অবকাঠামো।
স্থানীয় বাসিন্দা রবিউল হাসান বলেন, এবার ফসল না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে নদীর নাব্যতা ফিরিয়ে না আনলে এই দুর্ভোগ চলতেই থাকবে।
জগতপুর এলাকার মঞ্জুনা আক্তার বলেন, প্রতি বছর জুন-জুলাইয়ে বাঁধ ভাঙা যেন নিয়মে পরিণত হয়েছে। পানি ও খাবারের সংকট চরমে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, বাঁধ সংস্কারের কাজ মনিটর করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানিবন্দি পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
ফেনী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার দুপুর ১২টা পর্যন্ত) ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর টেকসই বাঁধ নির্মাণে প্রায় ৩৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রতিবছরের বন্যা দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ভারী বৃষ্টি ও উজানের পানিতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়।
এ সম্পর্কিত আরও পড়ুন
ডা. জাহাঙ্গীর এর ভুল চিকিৎসায় দৃষ্টি হারানোর পথে মাদ্রাসা ছাত্র,আদালতে ম...
এম এ আকাশ
ফেনীতে ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ওঠ...

এবার ফেনী সদরে ঢুকছে বন্যার পানি
নিজস্ব প্রতিনিধি:-
ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনে একের পর এক নতুন এলাকা প্...

ফেনীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রে...
নিজস্ব প্রতিনিধি:-
ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী ...

ফেনীতে বাবার শরীরে গরম তেল ছুড়ে দগ্ধ করল মেয়ে
নিজস্ব প্রতিনিধি:-
ফেনীর পরশুরামে ফাতেমা আক্তার নিহা (১৩) গরম তেল ছুড়ে তার বাবা...

ফেনীতে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের ঘটনায় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেত...
নিজস্ব প্রতিনিধি:-
ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনা...
