লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা, গুলিবিদ্ধসহ চারজন আহত

ফেনীর তালাশ ডেস্ক:-
লক্ষ্মীপুরে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলায় এক সাংবাদিক গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন: রফিকুল ইসলাম – দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি (গুরুতর আহত),আলাউদ্দিন – চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি,ফয়সাল মাহমুদ – চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি,আবদুল মালেক নীরব – অনলাইন নিউজ পোর্টাল ন্যাশনাল প্রেসের প্রতিনিধি
গুরুতর আহত রফিকুল ইসলাম, আলাউদ্দিন ও ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র ও আহত সাংবাদিকদের বরাতে জানা গেছে, সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় জমি দখল ও সংঘর্ষের খবর পেয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলে যাচ্ছিলেন সাংবাদিকরা। দত্তপাড়া কলেজ থেকে কিছু দূর এগোতেই মুখোশধারী সাতজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে।
সাংবাদিক রফিকুল ইসলাম ঘটনা জানার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এতে তার মাথা ফেটে যায়। অন্য সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপরও হামলা চালানো হয় এবং একপর্যায়ে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবসহ জেলার সাংবাদিকরা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্বাস হোসেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হাবিবুর রহমান সবুজ, জহিরুল ইসলাম শিবলু ও সাধারণ সম্পাদক গাজী মমিন দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ বলেন, তিনজন আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর, তার মাথায় গভীর আঘাত রয়েছে। ফয়সাল মাহমুদের পায়ে দুটি আঘাত পাওয়া গেছে, যা গুলি কিনা তা এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যাবে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম তদন্ত ও অভিযান চালাচ্ছে।
এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ সম্পর্কিত আরও পড়ুন
সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
ফেনীর তালাশ ডেস্ক:-
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯...

ছাত্র জনতার আন্দোলনে গুলি: ১২৬ অস্ত্রধারী শনাক্ত, গ্রেপ্তার ১৯
ফেনীর তালাশ ডেস্ক:-
একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ছাত্র-জনতাকে লক্ষ্য করে অস্ত...
আবু সাঈদ জামায়াতের লোক, মুগ্ধ এখন ফ্রান্সে
ফেনীর তালাশ ডেস্ক:-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ...

পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সরওয়ারকে নিয়ে সারজিসের মন্তব্য
ফেনীর তালাশ ডেস্ক:-
জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ডায়াসপোরা কমিটি ঘোষণা শীর্ষক এক ...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, পুলিশ কমিশনার-জেলা প্রশাসকের অপসারণ দাবি
ফেনীর তালাশ ডেস্ক:-
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্...
