ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা আজ

ফেনীর তালাশ ডেস্ক:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করবেন। সভাটি উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সভায় সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে, গতকাল রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি প্রশাসনের উত্তপ্ত পরিস্থিতি ও সংঘর্ষের কারণে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাত কলেজেরও আজকের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে যান। সেখানে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ তাদের সাথে অসম্মানজনক আচরণ করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ঢাবি উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে যান এবং নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
রাত গভীর হলে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষ শেষে উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে যান। রাত তিনটার দিকে সাত কলেজের পক্ষ থেকে আজ (সোমবার) সকালে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
সাত কলেজের শিক্ষার্থীরা যে পাঁচটি দাবি তুলেছেন, তা হলো:
২০২৪-২৫ সেশন থেকে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল।
শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা।
শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি।
ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা।
ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে পৃথক অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখা।
এ পরিস্থিতিতে আজ সকাল ৯টা থেকে সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরও পড়ুন
সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
ফেনীর তালাশ ডেস্ক:-
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯...

ছাত্র জনতার আন্দোলনে গুলি: ১২৬ অস্ত্রধারী শনাক্ত, গ্রেপ্তার ১৯
ফেনীর তালাশ ডেস্ক:-
একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ছাত্র-জনতাকে লক্ষ্য করে অস্ত...
আবু সাঈদ জামায়াতের লোক, মুগ্ধ এখন ফ্রান্সে
ফেনীর তালাশ ডেস্ক:-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ...

পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও কনক সরওয়ারকে নিয়ে সারজিসের মন্তব্য
ফেনীর তালাশ ডেস্ক:-
জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ডায়াসপোরা কমিটি ঘোষণা শীর্ষক এক ...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, পুলিশ কমিশনার-জেলা প্রশাসকের অপসারণ দাবি
ফেনীর তালাশ ডেস্ক:-
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্...
