হাসানপুর র্যাবের অভিযান: ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক

সদ্যপ্রাপ্ত সংবাদ:
নিজস্ব প্রতিনিধি, ১ আগস্ট
ফুলগাজীর হাসানপুর র্যাবের অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ ফেনী ক্যাম্প সহকারী পুলিশ সুপার মোঃ জুনায়েদ জাহেদী জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলগাজীর হাসানপুরস্থ বোর্ড অফিস এলাকায় মোঃ মোস্তফার মুদি দোকানের সামনে আভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ ব্যাক্তি একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে হাসানপুর মৃত হাজী আব্দুল মুনাফের ছেলে রবিউল হক বাদল (৪৫) অন্যজন দক্ষিন আনন্দপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে মোঃ ডালিম (২৫)। তাদের হাতে রক্ষিত প্লাষ্টিকের ব্যাগের ভেতর হতে ৩৪ বোতল ফেন্সিডিল ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ফেনী জেলার বিভিন্ন মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের ফেনী মডেল থানায় হস্তান্তরের করা হয়।