শেষ হলো দুইদিন ব্যাপী নারী-শিশু উন্নয়নে সাংবাদিকদের প্রশিক্ষণ

সদ্যপ্রাপ্ত সংবাদ:
নিজস্ব প্রতিনিধি , ২৮ নভেম্বর
ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে ফেনী জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিকে নারী ও শিশুদের উন্নয়নে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে । শহরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে সিআরসি, সিডও ও মীনা বিষয়ক রিপোটিং প্রশিক্ষণের সমাপনী শুক্রবার শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি বখতেয়ার ইসলাম মুন্নার সভাপতিত্বে ও পিআইবি প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লবের সভাপতি , ডিবিসি ও অবজারভারের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভি প্রতিনিধি আরিফুর রহমান, প্রশিক্ষনার্থী রোকসানা সিদ্দিকী ও মাহবুবা তাবাসসুম ইমা প্রমুখ। শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করা হয়।
এর আগে বৃহস্পতিবার উদ্বোধন অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ সভাপ্রধান ছিলেন। প্রশিক্ষক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম, জেন্ডার স্পেশালিষ্ট আবদুল্লাহ শাহরিয়ার ও পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহআলম সৈকত।
প্রসঙ্গত; তিন ধাপে পিবিআই জেলার ১শ সাংবাদিক প্রশিক্ষণ প্রদান করছেন। আজ শনিবার ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩৫ জনকে বুনিয়াদী প্রশিক্ষণ দেয়া হবে।