ফেনীতে জাতীয় শোক দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা

সদ্যপ্রাপ্ত সংবাদ:
নিজস্ব প্রতিনিধি: ৩০ জুলাই
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে পৌর মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
সভার শুরুতে সদ্য প্রয়াত জেলা আওয়ামী লীগের সভাপতি এড.আকরামুজ্জামান,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির মাতা দেল আফরোজ বেগম, বড় ভাই জসিম উদ্দিন হাজারী, পরশুরাম উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী,সাবেক জেলা আওয়ামী লীগের সন্মানিত সদস্য, ফুলগাজী উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি সহ দলের আরও যারা মৃত্যু বরন করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া আগামী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগ কতৃক বিভিন্ন কর্মসূচি কর্মসূচি গ্রহন করা হয়।১৫ই আগষ্ট সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং সদ্য নির্মিত ফেনী স্টেশান রোড়স্থ জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
একই সাথে ফেনীর প্রতিটি উপজেলায় স্ব স্ব এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উক্ত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক ও প্রত্যেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদক বৃন্দ।