ফেনীতে গাঁজাসহ মাদক কারবারী আটক

সদ্যপ্রাপ্ত সংবাদ:
নিজস্ব প্রতিনিধি
ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় ১২ জানুয়ারী মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক কারবারিকে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। র্যাবের একটি দল এস. রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হওয়া মাত্রই এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় ইকবাল হোসেন পাখি(২৯), পিতা আবুল কাশেম, মাতা সখিনা বেগম, সাং যদুপুর (ছাত্তার মেম্বারের বাড়ী), থানা বুড়িচং, জেলা কুমিল্লাকে আটক করা হয়। আটককৃতকে তল্লাশী করে ১টি পাটের বস্তায় আকাশী রংয়ের পলিথিনের ভিতরে খাঁকি কসটেপ দ্বারা পেঁচানো ২টি গাঁজার প্যাকেট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।